Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রেমিক-প্রেমিকার বিয়ে নিয়ে শঙ্কিত ইহুদিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দুই ধর্ম আর দুই ভাষার প্রেমিক-প্রেমিকার বিয়ে নিয়ে সরব হয়েছেন ইসরাইলের ডানপন্থীরা। তারা এ বিয়েকে সহজভাবে মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন এই ধরনের বিয়েতে গোটা ইসরাইলই হুমকির মুখে পড়বে। হিব্রুভাষী আরব সংবাদ পাঠিকা লুসি আহারিশ আর আরবিভাষী ইহুদি জাচি হালেভি বিয়ে করেছেন স¤প্রতি। চার বছর ধরে প্রেম করলেও বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তারা। বিয়ের পর ইসরাইলের হায়োম পত্রিকাকে এই সেলিব্রিটি জুটি হাস্যরসাত্মক ভঙ্গিমায় বলেন, ‘আমরা একটি শান্তিচুক্তি সই করলাম।’ ৩৭ বছর বয়সী আহারিশের বাবা-মা মুসলিম এবং তিনি ইসরাইলি টেলিভিশনের ইতিহাসে প্রথম হিব্রুভাষী আরব উপস্থাপক। অন্যদিকে হালেভি নেটফ্লিক্স শো ‘ফাউদা’-তে সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। আহারিশ-হালেভির জুটির ব্যাপারে ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডানপন্থী পার্লামেন্টারিয়ান আরিয়ে দেরি মনে করেন, এমন বিয়ের ফলে ইহুদিদের অস্তিত্বও পড়ছে হুমকিতে। বিশ্বজুড়ে ইহুদিদের যেভাবে অন্যরা গ্রাস করছে, তা খুবই পীড়াদায়ক।’ ইসরাইলের আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন ইহুদি হিসেবে আমি বলতে পারি, আমি এমন কাজের বিরুদ্ধে। আমাদের উচিত ইহুদিদের সুরক্ষার ব্যবস্থা করা। (তাদের) বাচ্চারা বড় হবে, স্কুলে যাবে, পরে বিয়েও করতে চাইবে এবং তখন তাদের বিশাল সমস্যায় পড়তে হবে।’ তিনি ধর্মান্তরের প্রক্রিয়া নিয়েও কথা বলেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ