রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের গৃহবধু মোছাঃ নাসিমা আক্তার (৩৮) আত্মীয়ের বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হওয়ার পর, দুইমাস পেরিয়ে গেলেও আজো তার খোঁজ মিলেনি। এদিকে গৃহবধু নাসিমা আক্তারের কোন খোঁজ না পাওয়ায় অজানা আশঙ্কায় ভুগছে তার পরিবার। গৃহবধু নাসিমা আক্তার পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের জিয়াউল হক শাহ’র স্ত্রী ও একই উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জগন্নাথপুর পানিকাঁটা গ্রামের মৃত এমাজ উদ্দিনের মেয়ে।
নাসিমা আক্তার এর বড়ভাই কামরুজ্জামান বলেন, গৃহবধু নাসিমা আক্তার গত ১১-০৮-২০১৮ তারিখে পার্বতীপুর উপজেলায় এক আত্মীয়র বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় গত ২২-০৮-২০১৮ তারিখে গৃহবধু নাসিমা আক্তারের স্বামী জিয়াউল হক শাহ বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেন, যার জিডি নং (৯৩০)। গৃহবধু নাসিমা একজন মানষিক রোগী, কোন সহৃদয় ব্যক্তি যদি নাসিমা আক্তারের সন্ধান পায়,তবে ০১৭১৬৬১৪২৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন তার বড় ভাই কামরুজ্জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।