Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাটে বন্ধুকে নিয়ে মদ পান করার সময় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ওই বাসা থেকে ১৫টি বিদেশি মদের খালি বোতল ও একটি প্রিমিও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৪-১৪৫৪) জব্দ করে। গতকাল শুক্রবার ভোরে ফতুল্ল­ার আবাসিক এলাকা আফাজনগরের কুদ্দুস মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই প্রবাসীর স্ত্রীকে সকালে থানায় হাজির হওয়ার শর্তে বাসায় রেখে আসে পুলিশ। আটকরা হলেন, শহরের দেওভোগ এলাকার জহিরুল হক সেলিম রেজার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম (৩৫) ও তার বন্ধু রনি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে বিথির ফ্ল্যাটে প্রতিদিন প্রাইভেটকারে একাধিক ব্যক্তি এসে ভোর পর্যন্ত মদের আড্ডা জমাতো। একইসঙ্গে অসামাজিক কার্যকলাপও চালাতো। এতে মাতাল হয়ে অনেকেই ফ্ল্যাটের বাইরে বের হয়ে মাতলামি করতো। এ নিয়ে ওই এলাকায় বসবাসকারী লোকজন অতিষ্ট হয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন। এরপর এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে অভিযান চালানো হয়েছে। তিনি আরো জানান, ওই ফ্ল্যাটে দুই ব্যক্তিকে মদ পানের সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ফাহিম নামে একজন নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ