বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ডাকাতের ছুরিকাঘাতে ট্রাক চালক মো. সরোয়ার (৪০) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হোসেন জানান, গ্রেফতারকৃত দুই ডাকাত দীর্ঘদিন ধরে রোড ডাকাতিসহ বিভিন্ন রকম কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে চালক খুনের ব্যবহৃত ছুরি, দা ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, ঘটনার পরই অভিযান শুরু করি এবং অল্প সময়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃত হলো বাড়বকুণ্ড এলাকার মান্দারীটোলা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৫) ও একই ইউনিয়নের নতুন পাড়া এলাকার আকবরের ছেলে মো. জসিম উদ্দিন (২৪)। তারা আমাদের কাছে ঘটনা জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য ডাকাদেরও গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।