প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নিক জোনাসের নারী ভক্তরা এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে গায়ক তারকাটি আর তাদের প্রাপ্যের তালিকায় নেই। দুই মাস প্রেম করার পর জোনাস ব্রাদার্সের অন্যতম সদস্য নিক গত জুলাই মাসে বাগদানের ঘোষণা দেন। প্রথা মত বিয়ের প্রস্তাব দেয়ার সময় নিক প্রিয়াঙ্কা চোপড়ার অনামিকায় বড় হীরা বসান টিফানির একটি আংটি পরিয়ে দেন। প্রিয়াঙ্কা টিফানির আংটি নিশ্চিত করার জন্য এক চতুর আর প্রচ্ছন্ন উপায় বেছে নেন। প্রথম কথা হল প্রিয়াঙ্কা বাগদানের আংটি হিসাবে টিফানির আংটি প্রত্যাশা করে এসেছেন দীর্ঘদিন ধরে। তিনি পিপল সাময়িকীকে বলেন, “আমি শৈশব থেকেই এ কথা ভেবে এসেছি। দুনিয়ার সব মেয়ের মনে এই প্রত্যাশা গেঁথে বসে যায় ‘ব্রেকফাস্ট ইন টিফানি’জ’ থেকে। তারপর ‘সুইট হোম অ্যালাবামা’ তার ওপর স্থায়ী ছাপ রেখে দেয়।” নিক যখন আংটিটি কিনেছিলেন তখন প্রিয়াঙ্কা সঙ্গে ছিলেন না, তবে আগে থেকেই তিনি নিকের মাথায় ভাবনাটি বসিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা ব্যাখ্যা করেন, “হতে পারে আমরা যখন ডেট করছিলাম তখনই আমিই কথোপকথনের মাঝে তাকে এই ব্যাপারে আভাস দিয়েছিলাম আর আমি আগে থেকেই জানতাম আংটিটি টিফানিরই হতে হবে- একবারে শৈশব থেকে বিষয়টি আমার মাথায় গেঁথে গিয়েছিল আর আমি হয়তো তা বলেছিলাম আর সে তা মনে রেখেছে।” গত আগস্টে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে তার বাগদানের আংটির ছবি প্রকাশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।