Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোষাক বিতর্কে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ৯:২৪ পিএম

সাদা রঙের নেকলাইন পোশাক পরে গ্র্যামির অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের হাত ধরেই গ্র্যামির মঞ্চে হাজির হন ভারতীয় অভিনেত্রী। গ্র্যামির আউটিংয়ে সবুজ রঙের নেকলাইন পোশাক পরে হাজির হন জেনিফার লোপেজ। জেনিফারের রাস্তা ধরেই এবার গ্র্যামির মূল অনুষ্ঠানে নজর কাড়েন পিগি। প্রিয়াঙ্কার পোশাক নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়েছে তার ভক্তদের মধ্যে, সেই সময় বেশ কয়েকজন জোর সমালোচনাও শুরু করেছেন ভারতীয় অভিনেত্রীকে নিয়ে।


প্রিয়াঙ্কার সাদা রঙের পোশাক নিয়ে ভক্তদের একাংশ ট্রোল করতে শুরু করেছেন। পিগির পোশাক দেখে কেউ তাকে গালিগালাজ করতে শুরু করেছেন। আবার কেউ কেউ বলতে শুরু করেছেন, ভয়ঙ্কর পোশাক পরেছেন পিগি। আবার কেউ বলতে শুরু করেছেন, ডিজাইনার কীভেবে প্রিয়াঙ্কার ওই পোশাক তৈরি করেছেন, তা বোঝা যাচ্ছে না। কেউ কেউ আবার ওই পোশাক দেখে, কুতসিত বলেও মন্তব্য করতে শুরু করেছেন। যদিও হাজার সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা মুখ খুলতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেন হাঁটুর উপরে ওঠানো পোশাক পরেছেন প্রিয়াঙ্কা, তা নিয়ে জোর কটাক্ষ করা হয়। আবার কখনও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় কেন মুখে কুলুপ এঁটে রয়েছেন পিগি, তা নিয়েও তোলা হয় প্রশ্ন। তবে সমালোচনার মাঝে সব সময় নিজেকে সংযত রেখেই ক্যামেরার সামনে হাজির হন পিগি চপস।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়াঙ্কা

২৭ জানুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ