রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাগেরহাটের শরণখোলায় অপহৃত ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী (১৫) অপহরনের ১১ দিন পরে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে থানায় মামলা দায়ের হওয়ার পর ঘটনায় মুল আসামী রনি (১৯) কে পুলিশ গ্রেফতার করেছে । গত ৩০ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে উপজেলার উত্তর রাজাপুর এলাকা থেকে তাকে অপহরন করা হয়েছিল। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উত্তর রাজাপুরের নিজ বাড়ি থেকে ওই ছাত্রী রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাবার পথে একই গ্রামের সুলতান ফরাজীর ছেলে রনি ফরাজীরে নেতৃত্বে ৬ অপহরনকারী তাকে অপহরন করে ঢাকায় নিয়ে যায়। গোপন সুত্রে খবর পেয়ে এসআই আবুল বাশারে নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে অপহরনকরী রনি ও ভিকটিমকে উদ্ধার করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় রনিসহ ৬জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রনিকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।