Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুণ্ডতে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেসমপুর গ্রামে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পারিবারিক মামলা নিয়ে সামাজিক দ্বন্দের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎ নিয়েছেন। আহত আওলাদ গ্রুপের সরোয়ার হোসেন, আব্দুল বারী, কাশেম গ্রুপের মজিবর রহমান, আকরাম, লিটন, মনিরুল, সিরাজুল, জবেদ আলী, শাহিন ও মজিবরসহ ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কেসমতপুর গ্রামে আওয়ামীলীগ নেতা আবুল কাসেম গ্রুপের সমর্থক কামাল হোসেন একটি মামলা করেন। ওই মামলায় বুধবার দুপুরে পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য কেসমতপুর গ্রামে যায়। পুলিশ চলে আসার পর পরই বিবাদমান আওলাদ হোসেন ও আবুল কাসেম গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় গ্রুপ ঢাল, ভেলা, লাঠি ও ইট পাটকেল নিয়ে একে অপরের উপর আক্রমন চালায়। হামলা পাল্টা হামলায় গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। হরিণাকুন্ডু থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, আধিপত্য ও সামাজিক দ্বন্দের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংর্ষের সুত্রপাত ঘটে। তিনি বলেন, থেমে থেমে সংঘর্ষ হওয়ার কারণে ওই গ্রামে একাধিকবার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি শান্ত বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ. লীগ

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৯ ডিসেম্বর, ২০২১
৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ