Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির গণসংযোগ

কুমিল্লা উত্তর সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

একাদশ জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে কুমিল্লা-১ নির্বাচনী এলাকা দাউদকান্দি ও মেঘনা উপজেলায় জাতীয় পার্টির প্রচার-প্রচারণা ও গনসংযোগ বিরামহীন চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও (ফেসবুক) প্রচার চলছে সমানতালে। ছাত্রসমাজের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকারের নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী গনসংযোগে মাঠে নেমেছেন। মোটকথা প্রচার-প্রচরনায় সরগরম এখন জাতীয় পার্টির স্থানীয় রাজনৈতিক নির্বাচনী মাঠ। দাউদকান্দি ও মেঘনার তৃণমূলে ছুটছেন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মাখন সরকার। প্রচারণায় দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিদের দেখা গেছে। মাখন সরকারের সাথে কথা হলে তিনি বলেন, নির্বাচন মহাজোটবদ্ধ হলে আমি মনোনয়ন চাইব। না হলে আমি জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিব ইনশাল্লাহ। তিনি বলেন, গত দুইটি নির্বাচনে জাতীয় পার্টি আ.লীগকে এখানে ছাড় দিয়েছে। এবার ছাড় দেয়ার পক্ষে নই। সাবেক রাষ্ট্রপতি ও দলের চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাখন সরকার বলেন, নানাহ ইস্যু নিয়ে এখানকার আ,লীগের নেতাকর্মীরা ৫/৬ ভাগে বিভক্তি হয়ে পড়েছে। চরম আকারে পৌছেছে তাদের কোন্দল। তিনি বলেন, জোট আমাকে মনোনয়ন দিলে আ,লীগের নেতাকর্মীরাও জাতীয় পার্টির পক্ষে কাজ করবে বলে আমার বিশ্বাস।



 

Show all comments
  • ১২ অক্টোবর, ২০১৮, ২:০৫ পিএম says : 0
    সঠিক মতামত.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় পার্টি

১৭ ডিসেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ