Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও সিনেমায় জুটিবদ্ধ হলেন ফেরদৌস ও পপি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

আবারও চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা ফেরদৌস ও পপি। এই জুটি এর আগে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। এরমধ্যে অন্যতম কারাগার, রানী কুঠির বাকী ইতিহাস, গঙ্গাযাত্রা উল্লেখযোগ্য। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি আবারও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠছেন। ইতোমধ্যে কাঠগড়ায় শরৎচন্দ্র ও সাহসী যোদ্ধা নামে দুটি সিনেমায় অভিনয় করছেন। আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি বুলবুল বিশ্বাসের কাটপিস সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমার একটি পোস্টার প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন তিনি। সেভ লাইফ নামে আরেকটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন আমিনুল ইসলাম শোভা। ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্তদের জীবনের ঝুঁকি ও ত্যাগ নিয়ে নির্মিত এ সিনেমায় পপির সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। পপি জানান, বাস্তবধর্মী গল্প ও চরিত্রের চমৎকার একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ড ও ব্যক্তিদের জীবনবোধের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। তিনি বলেন, ফেরদৌস আমার ভাল বন্ধু। আমরা একসঙ্গে কাজ করাটা উপভোগ করি। দর্শকও আমাদের জুটি পছন্দ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ