নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প এখনো শুরু হয়নি, ক্রিকেটারদের বেশির ভাগই ব্যস্ত জাতীয় লিগে। এর বাইরেও যারা আছেন সিনিয়র ক্রিকেটার, তাদের বেশিরভাগই লড়ছেন চোটের সঙ্গে। সাকিব আল হাসান, তামিম ইকবাল নেই, শঙ্কায় আছে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমের খেলাও। হালকা চোট নিয়েই অধিনায়কত্বের ভার বইতে প্রস্তুতি নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরই মধ্যে গতকাল অনেকটা শুনশান মিরপুরে দুপুরে অল্প সময়ের মধ্যে উপস্থিত হলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। জিম্বাবুয়ে সিরিজের জন্য দল নির্বাচন করে ফেলেছেন এর মধ্যেই, এখন যেটি বোর্ড প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায়। মিনহাজুল আবেদীন বললেন, এবার আর কোনো প্রাথমিক দল নয়, ওয়ানডে সিরিজের জন্য সরাসরি মূল দলই ঘোষণা করবেন। সেক্ষেত্রে জাতীয় লিগে কোনো সমস্যা হবে না, সেটিও মনে করিয়ে দিলেন।
এমনিতে জাতীয় লিগের জন্য বিশ্রামে থাকা কয়েকজন ছাড়া বেশির ভাগ ক্রিকেটারই ঢাকার বাইরে। এই মাসেও চলবে লিগ, প্রাথমিক ক্যাম্প করলে জাতীয় লিগে অনেকে অংশ নিতে পারবেন না। মিনহাজুলও সেটিই বললেন, ‘আমরা চাই না জিম্বাবুয়ে সিরিজের জন্য জাতীয় লিগের কোনো ক্ষতি হোক। এজন্য আমরা সরাসরি ১৫ জনের দলের নাম ঘোষণার প্রস্তাব করেছি।’
সাকিব-তামিম নেই, এমনকি মোস্তাফিজকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার একটা গুঞ্জন উঠেছিল। স্বাভাবিকভাবেই দলে কিছু পরীক্ষা নিরীক্ষা হবেই। তবে মিনহাজুল নিশ্চিত করে দিলেন, জিম্বাবুয়েকে মোটেই হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, ‘সেরা একাদশটাই দাঁড় করানো হয়েছে। কারণ প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনরকম হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই। আমাদের সেরা দলটাই খেলবে। যেহেতু র্যাংকিংয়ের ব্যাপার আছে, পয়েন্ট এর ব্যাপার আছে। এই জন্য আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দেখতে চাই। ’
সাকিব-তামিমের চোটও খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করেন তিনি, ‘যেহেতু তামিম ও সাকিব ইনজুরিতে আছে, সাকিব তো পারবেই না, তামিমও ইনজুরিতে আছে। এই দুইজন যে খেলতে পারবে না এটা আমরা আগে থেকেই জানি। সেই চিন্তা করেই আমরা দল সাজিয়েছি। ইনজুরি থাকলে তো কিছু করার নেই, ইনজুরি থাকলে সেই খেলোয়াড়কে আমরা পাব না। কিন্তু আমরা তো একটা টেস্ট খেলুড়ে দেশ, আমাদের আরও খেলোয়াড় আছে। আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট আছে, এখন তো আগের মতো নেই, এখন অনেক শক্তিশালী আমাদের কাঠামো। সেই হিসেবে যেই দলটা দিয়েছি আমরা, আপনারা দেখবেন এই সিরিজটায় আমরা ভালো করব।’
বাংলাদেশ সফর বরাবরই বেশ গুরুত্বের সঙ্গেই নেয় জিম্বাবুয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যে জন্য অনেকদিন থেকেই দলের বাইরে থাকা কিংবা বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ানো অভিজ্ঞ ক্রিকেটারতো বটেই, অবসর ভাঙা সিনিয়রদেরও এই সফরের দলে ভিড়িয়েছে জিম্বাবুয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।