Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক্যাল ফিল্মের জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন পূর্ণিমা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

স¤প্রতি একটি মিউজিক্যাল সিনেমাতে অতিথি চরিত্রে চিত্রনায়িকা পূর্ণিমাকে অভিনয়ের প্রস্তাব করা হলে তিনি এমন পারিশ্রমিক চেয়েছেন যে পরিচালক হতবাক হয়ে যান। মিউজিক ভিডিওতে কাজ করার জন্য পূর্ণিমা নাকি ১৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন। তার এ পারিশ্রমিকের কথা শুনে প্রযোজক পূর্ণিমার বদলে কলকাতা থেকে নায়িকা নিতে যাচ্ছেন। ইতোমধ্যে সেখানকার নায়িকা পায়েল মুখার্জীর সঙ্গে কথাবার্তাও ঠিক করে ফেলেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল থেকে গায়ক আসিফ আকবরের ৯টি নতুন গান নিয়ে নির্মাণ হচ্ছে মিউজিক্যাল সিনেমা গহীনের গান। প্রতিষ্ঠানটির সত্ত¡াধিকারীর একজন এনাম। তিনিই পূর্ণিমার এমন পারিশ্রমিকের কথা শুনে বিস্মিত হন। তিনি বলেন, আসিফ আকবরের সঙ্গে পূর্ণিমাকে বেশ মানাতো বলে তাকে কাজটির অফার দিয়েছিলাম। তবে খুব বেশি হলে তিন থেকে চার দিনের কাজ ছিল তার। কিন্তু সম্মানীর বিষয় আসতেই তিনি ১৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন। বর্তমান সময়ে একটি সিনেমার জন্যও কোন নায়িকা এমন সম্মানী নেন বলে আমার জানা নেই। সিনেমাটি পরিচালনা করছেন সাদত হোসাইন। এতে আসিফ আকবরকে ভিন্ন ভিন্ন উপস্থাপনায় দর্শকের সামনে আনা হবে।



 

Show all comments
  • SAJOL ১১ অক্টোবর, ২০১৮, ৬:৫০ পিএম says : 0
    TAka ki Gacy dorcy naki
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়িকা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ