Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আচ চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। এবারের জন্মদিনটি তার ব্যস্ততায় কাটবে। আজ দুপুর ১২.৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ এ অংশ নিবেন তিনি। বিকেলে অপু বিশ্বাস তার ভক্ত অনুসারীদের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় ইভান শাহরিয়ার সোহাগের কোরিগ্রাফিতে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়াও ইভান শাহরিয়ার সোহাগও আলাদাভাবে অপু বিশ্বাসকে নিয়ে জন্মদিনের বিশেষ আয়োজন করছেন বলেও জানান অপু। অপু বিশ্বাস বলেন, ‘অন্যান্য বছরের জন্মদিনের চেয়ে আমার এবারের জন্মদিন একটু বেশিই ব্যস্ততায় কাটবে। কিছু কিছু পরিকল্পনার কথা আমি আগে থেকেই অবগত। আবার কিছু কিছু পরিকল্পনা আমাকে জানতে দেয়া হচ্ছে না। বিষয়টা আমি ভীষণ উপভোগ করছি। সবাই আমাকে এতো ভালোবাসেন এটা জন্মদিন আসলে যেন একটু বেশি উপলদ্ধি করি।’ এদিকে আগামী ১৩ অক্টোবর সকালের ফ্লাইটে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু বিশ্বাস। সঙ্গে যাচ্ছে তার সন্তান জয়ও। আগামী ১৪ অক্টোবর একটি শো’তে পারফর্ম করবেন তিনি। অপু বিশ্বাসের জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।
 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়িকা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ