মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০১৮ সালে মার্কিন অস্ত্র রফতানির পরিমাণ বেড়েছে শতকরা ৩৩ ভাগ। মার্কিন সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল চার্লস হুপার মঙ্গলবার বলেছেন, চলতি অর্থবছরে পাঁচ হাজার পাঁচশ কোটি ডলারের অস্ত্র রফতানি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মার্কিন অর্থবছর শেষ হয়েছে। গত বছর আমেরিকা সারা বিশ্বে চার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল। ট্রাম্প প্রশাসন অস্ত্র রফতানি বাড়ানোর বিষয়ে গত এপ্রিল মাস থেকে বিশেষ পরিকল্পনা নিয়েছে এবং তারই আওতায় অস্ত্র রফতানি অনেক বেড়ে গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তিনি মিত্রদের ওপর অস্ত্র কেনার বিষয়ে চাপ সৃষ্টি করেছেন এবং নিরাপত্তা দেয়ার বিনিময়ে আমেরিকাকে অর্থ পরিশোধ করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি কেউ রাশিয়া থেকে অস্ত্র কেনার চুক্তি করতে গেলেই সেই দেশের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছেন। ট্রাম্পের এই কৌশলও অস্ত্র রফতানি বাড়াতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।