পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন যে, ভারত তাদের অভ্যন্তরীণ স্বার্থে পাকিস্তানের সাথে সংলাপ এড়িয়ে গেছে। তিনি বলেন যে, সামনেই ভারতের সাধারণ নির্বাচন এবং এ অবস্থায় পাকিস্তানের সাথে আলোচনা নিয়ে দোটানায় আছে ভারত সরকার। মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ব্যাপারে প্রতিশ্রুতি দেয়ার পরও পিছু হটেছে ভারত। তিনি বলেন, সংলাপের ব্যাপারে ভারতের আচরণ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকেও হতাশ করেছে, যারা এই দুই দেশের মধ্যে সংলাপের প্রত্যাশা করে। ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রী ইমরান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতের পররাষ্ট্র দফতের মুখপাত্র রাভিশ কুমার বলেন, “নতুনভাবে শুরুর জন্য পাকিস্তানের যে প্রস্তাব, তার পেছনে পাকিস্তানের দুরভিসন্ধি রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের চেহারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছে। এ রকম পরিস্থিতিতে পাকিস্তানের সাথে যে কোন সংলাপ হবে অর্থহীন”।প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছেন? সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।