Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে ইনকিলাব সংবাদদাতার বাড়ীতে হামলা

থানায় জিডি, পুলিশ কর্মকর্তার পরিদর্শন

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা- | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৬:২৮ পিএম | আপডেট : ৬:৫৬ পিএম, ১০ অক্টোবর, ২০১৮

সরিষাবাড়ী উপজেলার দৈনিক ইনকিলাবের সরিষাবাড়ী সংবাদদাতা এম এ মান্নানের বাড়ীতে মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তদের হামলার বিষয়ে সরিষাবাড়ী থানায় জিডি হলে বুধবার ঐ সাংবাদিকের বাড়ী পরিদর্শন করে পুলিশ কর্মকর্তা এনামুল হক। জানা যায়, গত ৬ সেপ্টেম্বর জামালপুর থেকে প্রকাশিত সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকায় নাওগোলা ফয়েজের মোড় দাখিল মাদরাসার সুপারের ১৯ বছরের অনিয়ম দুর্নীতি মাদরাসার অর্থ আত্মসাৎ ও বাংলা ভাইয়ের সদস্যদের দ্বারা প্রশিক্ষণ নেয়ার খবরটি প্রকাশিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ঐ সুপার জয়নুল আবেদীন তার সহযোগী একই মাদরাসার সহকারী শিক্ষক কামরুজ্জামান বেলালের সহযোগিতায় ১০/১২ জনের ভাড়া করা একটি সংঘবদ্ধ দল সাংবাদিক এম এ মান্নানের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। তারা সাংবাদিক এম এ মান্নানের ৯৫ বছরের বৃদ্ধ বাবা ৯০ বছরের বৃদ্ধ মাকে মারধর ও গালমন্দ করে ঘরে ঢোকে কিছু নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল স্থানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে সাথে অবহিত করা হলে তারা বিষয়টি দেখবে বলে জানায়। এ ঘটনায় সরিষাবাড়ী সাংবাদিক মহলের সমকাল, নয়াগিন্ত ইত্তেফাক যুগান্তর মানবকন্ঠ, সকালের খবর, ভোরের কাগজসহ সকল সাংবাদিকরা ঐ দুষ্কৃতিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ