বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমান এবং বিএনপি নেতাদের উদ্দেশ্যমূলক সাজা দেয়ার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। বুধবার দুপুরে নগরীতে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রায়ের প্রতিবাদে নগরীর সানকিপাড়া এলাকায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু এবং সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এমিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রুমন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন প্রমূখ। পরক্ষনেই মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন এবং সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে নগরীর বাউন্ডারী রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে আকুয়া হাজী বাড়ী গিয়ে শেষ হয়। একই সময়ে নগরীর কৃষ্টপুর এলাকায় উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ সালমান ডুনন এবং সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশী ধাওয়া মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন তালুকদার এবং সাধারন সম্পাদক ফয়সালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে আইনজীবীদের মানববন্ধন : বুধবার দুপুরে আইনজীবী সমিতি প্রাঙ্গনে ময়মনসিংহে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় সংগঠনের সহ-সভাপতি অ্যাড. আ: হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাড. নূরুল হক, যুগ্ম সম্পাদক সাজাদুর রহমান আকন্দ নয়ন, আনোয়ারুল আজিজ টুটুল, রেজাউল করিম, আবুল হাসেম, হাবিবুর রহমান, মাখন মল্লিখ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. মীর মিজানুর রহমান, ফোরামের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক বাচ্চু, আইনজীবী মোখলেছুর রহমান কেনান, শাজাহান কবীর সাজু, আ: মান্নান, শরাফ উদ্দিন পাঠান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।