বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, শুধু নিরাপদ আইন করলেই চলবে না। চালক এবং সংশ্লিদের সচেতন করে গড়ে তুলতে হবে। ফিটনেজবিহীন যানবাহন যাতে রাস্তায় চলতে না পারে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারি থাকতে হবে। বাংলার প্রতিটা ঘরে ঘরে এবং স্কুল কলেজে কোমলমতি ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সর্ম্পকে ধারণা দিতে হবে। প্রতিটা মানুষ যখন সচেতন হবে তখনই দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে। উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে সড়ক দুর্ঘটনা খুবই কম। তাই প্রচার প্রচারণার মাধ্যমে আমরাও পারি সড়ক দুর্ঘটনাকে কমিয়ে আনতে।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পিটিআই মিলনায়তনে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা ও শিক্ষক কর্মশালায় প্রধান বক্তার বক্তৃতায় এ কথা বলেন। টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।