Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ ২৪শ’ মামলা ও পৌনে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

উল্টোপথে গাড়ি চালানোসহ নানা অভিযোগে রাজধানীর বিভিন্ন যানবাহনে ২৪শ’মামলা ও পৌনে ৮ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। গত শুক্রবার ভোর ৬টা থেকে রাত পর্যন্ত এই অভিযান চলে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানে ২ হাজার ৪৮৪টি মামলা ও ৭ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৫টি গাড়ি ডাম্পিং ও ৪৯৮টি গাড়ি রেকার করা হয়। ট্রাফিক সূত্র আরো জানায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন বাজানোর অভিযোগে ৫৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহারের দায়ে ৫টি ও মাইক্রোবাসে কালো গøাস লাগানোর জন্য ২২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ সময় ৭৪৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১৭টি ভিডিও মামলা ও সরাসরি ২৭টি মামলা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাফিক আইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ