Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম প্রতিষ্ঠা হলে সকলেই নিরাপদ থাকবে

-ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রচলিত রাজনীতি হিংসার ও পরশ্রীকাতরতার রাজনীতি। ফলে এক দলের কাছে অন্য দলের কিংবা একজনের কাছে অন্যজন নিরাপদ নয়। ইসলাম এক সার্বজনীন ও কল্যাণের ধর্ম। সকল ধর্মের, বর্ণের মানুষ ইসলামে নিরাপদ। তিনি বলেন, প্রচলিত রাজনীতির শিকার হয়ে নিরীহ মানুষ জীবন দিচ্ছে। বিরোধী দল সরকারি লোকজনের হাতে, সরকারি দল বিরোধী দলের লোকজনের হাতে অথবা আধিপত্য বিস্তারে নিজ দলের কর্মীদের হাতে জীবন দিচ্ছে। এভাবে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসতে হবে। অন্যথায় দেশে প্রতিহিংসা দিন দিন বেড়েই যাবে, কমবে না। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে অন্যায়ভাবে মানুষকে আর জীবন দিতে হবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ