বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়া’র কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১২টি দেশের রাষ্ট্রদূতের একটি প্রতিনিধি দলে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে তাঁরা কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক, ইংল্যান্ডের রাষ্ট্রদূত।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, বিকেলে তাঁরা (রাষ্ট্রদূত) কুতুপালং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সাথে তাদের বিভিন্ন বিষয়ে কথাও বলেন তাঁরা।
এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূতরা।
এসময় রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগনের উপর কী ধরণের প্রভাব পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন ও অন্যত্র স্থানান্তর ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বলে জানাগেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।