Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

পাকিস্তান সোমবার সফলতার সঙ্গে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ঘোরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করেছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১,৩০০ কিলোমিটার।
আইএসপিআর জানায়, আর্মি স্ট্রাটেজিক ফোর্স কমান্ড এই উৎক্ষেপণ পরিচালনা করে। কমান্ডের অপারেশনাল ও টেকনিক্যাল প্রস্তুতি যাচাইয়ের জন্য এই পরীক্ষা চালানো হয়।
প্রচলিত ও পারমাণবিক - দু’ধরনের ওয়ারহেড বহনে সক্ষম ঘোরি ক্ষেপণাস্ত্র। আর্মি স্ট্রাটেজিক ফোর্স কমান্ডার লে. জেনারেল হিলাল হুসাইন সেনাবাহিনীর স্ট্রাটেজিক বিভাগের প্রশিক্ষণ ও অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেছেন।
আইএসপিআর’র এক বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণ পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে সুসংহত করেছে। একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এর লক্ষ্য। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পারমাণবিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ