প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গড়তে শিশুর ভবিষ্যৎ স্কুল হবে নিরাপদ' প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ এর দ্বিতীয় দিনে গত সোমবার বাংলাদেশ শিশু একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের নিয়ে সেশন ‘আমার কথা শোন’। বিষয় ছিল মাদককে না বলি। শিশু প্রতিনিধি উম্মে মোবাসশিরা এর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট শাবনাজ জেহেরীন। আলোচনা পর্বটিতে মডারেটর হিসাবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টারাল কর্মসূচির প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক জনাব আনজীর লিটন। শিশু সভাপতি তার বক্তব্যে সকল শিশুকে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে ও মাদকসহ সকল খারাপ কাজ থেকে নিজেদের বিরত থাকার আহবান জানান। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিশু বক্তা তানভীর আহমেদ। তিনি বলেন, ‘সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। পথশিশুরা যদি শিক্ষা লাভের সুযোগ পায়, বিনোদনের সুযোগ পায়, সৃজনশীল কাজের প্রশিক্ষণ পায় তাহলেই তারা শুধু মাদক থেকেই দূরে থাকবে না বরং সুনাগরিক হিসাবেও গড়ে উঠবে।’ প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু বলেন, শিশুদের মনস্তাত্তি¡ক বিকাশে মা-বাবা এবং শিক্ষকদের ভূমিকা অনেক। শিশুদের সামনে ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি টিভিতে শিশুদের নিয়ে সিরিয়াল না দেখে তাদের মনস্তাত্ত্বিক বিকাশে সাহায্য করে এমন অনুষ্ঠান দেখা উচিত। উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমীতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এখানে প্রতিদিনই খেলনা মেলা, সায়োস্কোপ, আর্ট ক্যাম্প সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।