Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করল ব্রিটিশ কাউন্সিল

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কন্যাশিশুর প্রতি সহমর্মিতা ও বাংলাদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কন্যাশিশুদের প্রতিবন্ধকতা দূরীকরণে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে মিলে কাজ করার লক্ষ্যে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করেছে ব্রিটিশ কাউন্সিল। লিঙ্গ বৈষম্য নিয়ে তথ্যের অপর্যাপ্ততা নিয়ে সম্প্রতি ফুলার রোড এলাকায় ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। এবারের আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারীর উন্নয়ন=উদ্দেশ্যের উন্নয়ন। সভা চলাকালে অংশগ্রহণকারী ও বক্তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নারীর সংশ্লিষ্টতা, নারীদের কেন্দ্রীয়করণ, লিঙ্গ বৈষম্য সংক্রান্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এসব তথ্য নারীদেরকে আরো বেশি প্রকাশ্যে আসতে, গুরুত্বের সঙ্গে গণ্য হতে এবং নেতৃত্বে আসতে দক্ষ করে তুলবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী ও শিশুর প্রতি হিং¯্রতা বিষয় প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের হিউম্যান ডেভেলপমেন্টের প্রধান জেন অ্যাডমান্ডসেন, ইউএন উইম্যানের কো-অর্ডিনেটর মাহতাবুল হাকিম, ইউনিসেফের জেন্ডার স্পেশালিস্ট রোশনি বসু এবং ইউএসএইডের সিনিয়র প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মাহমুদা রহমান খান। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করল ব্রিটিশ কাউন্সিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ