বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, অবাঞ্ছিত কোনও কিছুই আমাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।
২০১২ সালে শহীদ মিনারে পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে আমার ছবিতে জুতার মালা পরানো হয়েছিল, আমার ছবি পোড়ানো হয়েছিল। এমনকি রাজধানীর কুড়িল রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা আমার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয় এবং আমার ওপর আক্রমণের চেষ্টা হয়। এ ঘটনা নতুন নয়।
গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে এ জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, আমাকে কেন অবাঞ্ছিত করা হয়েছে তা প্রকাশিত সংবাদে আসেনি। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় খুলনা এবং ঢাকার যাত্রাবাড়ীতে ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের নেপথ্যের নায়ক উল্লেখ করে আমার ছবি পোড়ানো হয়েছিল। তখন বিষয়টি জানার পরেও সকলের মঙ্গলের কথা ভেবে বিষয়টি আমি আপনাদের বলিনি।
এসব ঘটনায় তিনি বিচলিত নন উল্লেখ করে বলেন, আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত সড়ক নিয়ে, সড়কের মানুষকে নিয়ে। তাই বাঞ্ছিত কিংবা অবাঞ্ছিত কোনকিছুই আমাকে আমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।
এময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই- এর ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান, মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, বেলায়েত হোসেন নান্টু ও লায়ন গনি মিয়া বাবুল, অর্থ সম্পাদক নাসিম রুমি, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।