Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফলতার সাথে বর্জ্য অপসারণের জন্য পুরস্কার পাচ্ছেন ডিএসসিসির কর্মীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

কোরবানির বর্জ্য অপসারণে সফতা অর্জনে যাদের ভুমিক বেশি ছিল তাদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত কোরবানির ঈদে ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছিল বলে দাবি ডিএসসিসি’র। এ কাজের জন্য ১১ হাজার ২৭১ জন পরিচ্ছন্ন কর্মী মাঠে ছিলেন। এই অল্প সময়ের মধ্যে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে রাজধানী শহর থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে তাদেরকে এ পুরস্কারে ভুষিত করা হবে বলে জানা গেছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, পরিচ্ছন্ন কর্মী, ড্রাইভার, কর্মকর্তা, পরিদর্শক, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ ১২টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ খাতে ব্যয় করার জন্য মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ৪ লাখ টাকা খরচ করার সিদ্ধান্তও হয়েছে বলে জানা গেছে।
পুরস্কার প্রাপ্তদের কিভাবে নির্বাচিত করা হবে জানতে চাইলে ডিএসসিসি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, কারা পুরস্কার পাবে সে বিষয়ে ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ১২টি ক্যাটাগরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে। যাদেরকে পুরস্কার দেয়া হবে সে বিষয়টি এখনও যাচাই বাচাইয়ের কাজ চলছে। যাচাই বাচাই শেষ হলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
এ বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, গত কোরবানি ঈদে ডিএসসিসি এলাকা থেকে সফলতার সাথে ২৪ ঘণ্টায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছিল। এ সফলতাকে আরও উৎসাহ দেয়ার জন্য এ পুরস্কার দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্জ্য

৮ নভেম্বর, ২০২২
৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ