মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার একটি পরমাণু স্থাপনায় সন্দেহজনক তৎপরতা চলছে বলে দাবি করেছেন একদল মার্কিন গবেষক। তারা বলছেন, গত জুনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক শীর্ষ বৈঠকে পরমাণু তৎপরতা বন্ধ করার যে প্রতিশ্রুতি পিয়ংইয়ং দিয়েছিল তা রক্ষা করা হচ্ছে না। ওয়াশিংটন-ভিত্তিক ‘৩৮ নর্থ’ থিঙ্ক ট্যাংকের গবেষকরা এক প্রতিবেদনে স্যাটেলাইট থেকে তোলা ছবির উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন, উত্তর কোরিয়ার ‘ইয়ংবিয়ন’ পরমাণু গবেষণা কেন্দ্রে এখনো তৎপরতা চালাচ্ছে পিয়ংইয়ং। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম উপগ্রহ থেকে নেয়া ছবিতে দেখা যাচ্ছে, পরমাণু স্থাপনাটির পাম্প হাউজের কাছে একটি নদী পরিস্কার করা হচ্ছে। পরমাণু স্থাপনার রিঅ্যাক্টরকে ঠাণ্ডা রাখার কাজে ওই নদীর পানি ব্যবহার করা হয়। থিঙ্ক ট্যাংকের প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর তোলা ছবিতে ওই এলাকায় সামান্য কিছু যানবাহন ও যন্ত্রপাতি স্থানান্তর করতে দেখা গেছে। তবে এগুলোর মাধ্যমে কি কাজ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে মার্কিন গবেষকরা একথাও বলেছেন, ইয়ংবিয়ন স্থাপনার চুল্লিটি হয়ত এই মুহূর্তে কাজ করছে না। কারণ চুল্লি কাজ করলে এটির জেনারেটর হল থেকে ধোঁয়া বের হতো। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।