Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা করবে আইওআরএ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ৯:২৩ পিএম | আপডেট : ১২:১৮ এএম, ৮ অক্টোবর, ২০১৮

বাংলাদেশসহ ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশনের (আইওআরএ) ২১টি দেশ এই অঞ্চলের প্রথম এবং সবচেয়ে ব্যাপক মানচিত্র ও ডেটাবেজ তৈরির জন্য আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (ইরিনা)’র সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এই অঞ্চলে বড় আকারের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগাতে ওই মানচিত্র ও ডেটাবেজ কাজে লাগানো হবে।
গ্লোবাল রিনিউয়েবল এনার্জি এটলাস সম্প্রসারণের উদ্যোগ নেবে আইওআরএ ও ইরিনা। এটা হবে বিশ্বের এযাতকালের সবচেয়ে বড় নবায়নযোগ্য সম্পদের উপাত্ত প্রকল্প।
আইওআরএ দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তি উন্নয়ন ও স্থানান্তর, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব শক্তিশালী করার অঙ্গীকার করেছে।
ভারত মহাসাগরিয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ভারতের গ্রেটার নদিয়ায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী আলোচনার পর যৌথ ঘোষণায় এসব কথা বলা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যোগ দেন। সূত্র: অল ইন্ডিয়া রেডিও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ