Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

১০ আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দশটি আগ্নেয়াস্ত্র ও ২৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে উত্তর চট্টগ্রামের শীর্ষ ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে। রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল (শনিবার) নগরীর হালিশহর পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নুরেআলম মিনা জানান, সাইফুল ইসলাম একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, গ্রেফতারের পর স্বীকারোক্তিতে ১০টি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়ার বিভিন্ন পাহাড়ে পালিয়ে থেকে সে অস্ত্র ব্যবসা করতো। তাকে গ্রেফতারের জন্য গত পাঁচ মাস ধরে কাজ করছিল পুলিশের ছয়টি টিম। সাইফুল রাঙ্গুনিয়ার উকিল আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) একেএম এমরান ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌলা রেজা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ