Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কবলিত এলাকায় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার শঙ্কায় শনিবার নতুন করে জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পালু নগরীতে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো লাশ উদ্ধার করা হচ্ছে। লাশগুলো পচে যাওয়ায় রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সুলাওয়েসি দ্বীপের সমুদ্র তীববর্তী পালু নগরে এক হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। ওই অঞ্চলটিতে শক্তিশালী ভূমিকম্প ও এর প্রভাবে সুনামি আঘাত হানে। প্রাকৃতিক এই দুর্যোগে সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৫৭১ জন। প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার আট দিন পর জীবিত কাউকে উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ হয়ে পড়েছে। যদিও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তল্লাশী অভিযান বন্ধ করেনি। পেতোবো ও বালারোয়ায় বিপুল সংখ্যাক পচে যাওয়া লাশ চাপা পড়ে আছে। এলাকা দুটি মানচিত্র থেকে প্রায় মুছে গেছে বলেই মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ার তল্লাশী ও উদ্ধারকারী দলের মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, ‘উদ্ধারকৃত অধিকাংশ লাশই পচে গেছে। এ জন্য এগুলো উদ্ধারকর্মীদের জন্য বিপজ্জনক।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ