Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে পুলিশের হাতে ভুয়া ডিবি আটক

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ৫:১৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হাতে দুই ভুয়া ডিবি আটক হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই দুইজনকে আটক করা হয়।

জানা যায়, উপজেলা মগটুলা ইউনিয়নের পাড়াবাসাটি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আবু সাঈদ (৩৫) কে নিজ কানুরামপুর বাজার থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিন ব্যাক্তি একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার ঘণ্টা খানেক পরে ডিবি পরিচয়ে আবু সাঈদ স্ত্রী লাইলী আক্তারের মুঠোফোনে কল আসে। স্বামী কে ছাড়িয়ে আনতে ৫০লক্ষ টাকা দাবি করে তারা। বিষয়টি লাইলী আক্তারের সন্দেহজনক মনে হলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করেন তিনি। পরে ওই চক্রটি ধরতে থানা পুলিশের কথা মতো ১০লক্ষা টাকা দিতে স্বীকার করে পাল্টা ফোন করে লাইলী আক্তার। উভয় পক্ষ সম্মতি হলে ডিবি পরিচয় দেওয়া লোকদের মাইজবাগ বাজারে আসতে বলা হয়। এদিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল মাইজবাগ বাজারে ওৎপেতে অপেক্ষা করতে থাকে। রাত তিনটার দিকে আবু সাঈদকে ত্রিশালের বালিপাড়া নামক স্থানে ছেড়ে দিয়ে সিএনজি যোগে মাইজবাগ বাজারে আসে ওই চক্রের দুই সদস্য। পরে পুলিশ ওই দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে। আকট কৃতরা হলেন গফরগাঁও উপজেলার গোখরা গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ মহসীন (২৭), চারিপাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আবুল খায়ের জাহির(৩০)। এ ঘটনায় লাইলী আক্তার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুয়া ডিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ