Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢামেকে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আবুল হোসেন মাহাবুব (৪০)। তিনি সবুজবাগ থানাধীন ৭/১ বাসাবো এলাকার বাসিন্দা। মেডিকেল সূত্র জানায়, গতকাল দুপুরে রাকিব নামে এক ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎস্পৃটে নিহত হয়। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এ সময় মাহাবুব নিজেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য পরিচয় দিয়ে সুরতহাল রিপোর্ট তৈরীতে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তার কথা বার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তিনি পালিয়ে যাবার চেষ্টা করেন। পরে হাসপাতাল ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করে শাহাবাগ থানায় সোপর্দ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢামেকে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ