Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনা-বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষে রাশিয়ায় নিহত ১০

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
রাশিয়ার দক্ষিণাঞ্চলের উত্তর ককেশাসে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জিআরইউ’র বিশেষায়িত সামরিক শাখার সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ৪ সৈন্যসহ ১০ জন নিহত হয়েছে।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ান বেসরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল এ খবর দিয়েছে।
ইন্টারফ্যাক্স জানায়, ককেশাসের বিচ্ছিন্নতাবাদী চেচনিয়া সীমান্তবর্তী দাগেস্তানের একটি গহীন বনে সন্ত্রাস-বিরোধী অভিযান চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। এসময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ৪ সৈন্য ও ৬ সন্ত্রাসী নিহত হয়। আহত হয় আরো ৬ সেনা সদস্য।
এ বিষয়ে দাগেস্তান পুলিশের কোনো কর্মকর্তা সরাসরি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দাগেস্তানের পার্শ্ববর্তী চেচনিয়ায় এ পর্যন্ত দু’বার ‘সন্ত্রাস-বিরোধী যুদ্ধ’ করতে হয়েছে রাশিয়াকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনা-বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষে রাশিয়ায় নিহত ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ