Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

দুপচাঁচিয়া-আটগ্রাম সড়কে ভোগান্তি

দুপচাঁচিয়া (বগুড়া) থেকে মো. গোলাম ফারুক : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:২৬ এএম

দুপচাঁচিয়া উপজেলার আটগ্রাম সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং এর পাথরসহ পিচ উঠে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে চামরুল ইউনিয়নে আটগ্রাম অবস্থিত। ৮ টি গ্রামের সমন্বয়ে এই আটগ্রাম। দুপচাঁচিয়া মোলামগাড়ী সড়কের ফাটাতলা থেকে শাখা সড়কটি আটগ্রামে গিয়েছে। এই সড়ক দিয়েই উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত লোক চলাচল করে। এছাড়াও শস্য ভান্ডার হিসেবে পরিচিত এলাকার বিভিন্ন শস্য নিয়ে বিভিন্ন যানবাহনও চলাচল করে। এলাকার গুরুত্ব বিবেচনা করে প্রায় ১৫ বছর আগে ফাঁটাতলা থেকে দিঘীরপাড়া পর্যন্ত সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন করে। অভিযোগ রয়েছে সিডিউল মোতাবেক কার্পেটিং না করায় সড়কটির বিভিন্নস্থানে পাথর উঠে গর্তের সৃষ্টি হয়। এলাকার মানুষসহ যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে আটগ্রাম বাসিন্দা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী, খুনিহারা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার শহিদুল ইসলাম বাদেশ জানান, সড়কটি জরুরী সংস্কার করা প্রয়োজন। তারা আরও জানান, সড়কটি সংস্কারের জন্য বহুবার উপজেলা প্রকৌশলী অফিসে ধর্ণা ধরে ব্যর্থ হয়েছেন। প্রতি বছর এ এলাকা থেকে মোটা অংকের রাজস্ব রায় করলেও গুরুত্বপূর্ন এই সড়কের সংস্কারের কোন পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসী একদিকে যেমন দুর্ভোগ পোহাচ্ছেন তেমনি দিন দিন জনগণের চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী না থাকায় সদ্য বদলিকৃত উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক ইনকিলাব কে জানান, সড়কটি স্থানীয় সংসদ সদস্যর সুপারিশে কাপেটিং করা হয়েছিল। পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ