Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিয়াডে দু’বিভাগেই হার

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে উন্মুক্ত ও মহিলা বিভাগে হেরে গেছে বাংলাদেশ। জর্জিয়ার বাতুমিতে বৃহস্পতিবার আসরের উন্মুক্ত বিভাগে ২.৫-১.৫ পয়েন্টে ফিনল্যান্ডের কাছে হার মানে লাল-সবুজরা। বাংলাদেশ দলের হয়ে খেলা তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে ড্র করেন মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও জিয়াউর রহমান। হার মানেন এনামুল হোসেন রাজীব। ফিদে মাস্টার ফাহাদ রহমান ড্র করেন। প্রতিযোগিতার দশম রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ৬৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আগের রাউন্ডে তারা ছিলো ৫৬তম স্থানে।
মহিলা বিভাগে ক্রোভাকিয়ার কাছে ৩.৫-০.৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলা দুই মহিলা ফিদে মাস্টার তনিমা পারভিন, শারমিন শিরিন সুলতানা হারলেও ড্র করেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। তবে আরেক আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তারও হেরে যান। মহিলা বিভাগে দশম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে ৫৮তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আগের রাউন্ডে তারা ছিলো ৪২তমস্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিয়াড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ