বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে (৪-৬)অক্টোবর ৩দিনব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক হারুনের নেতৃত্বে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা চত্ত্বরে নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বজলুল হক হারুন সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথা তুলে ধরে,আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট চাইলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে,তিনি বৃহস্পতিবার গভীর রাতে কাঠালিয়া উপজেলায় ৪ র্থ জাতীয় উন্নয়ন মেলায় আলোচনা ও সাংস্কৃতি অনুস্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি আর ও বলেন-আহামী নির্বাচনে জনগন জনবান্ধব এ সরকারকে আবার ক্ষমতা বসানোর জন্য নৌকার পঅর্থীকে বিজয়ী করবে। কারন, বঙ্গবন্ধু স্যাটেলাইট,পদ্মা সেতু, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, ফ্লাই ওভার,মেট্রোরেল, পায়রা বন্দর,পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, ঘরে ঘরে বিদ্যুৎ, বাস্তবায়ন করছে বর্তমান সরকার। নৌকা ক্ষমতায় গেলে দেশ ও জনগনের উন্নয়ন হয়। অনুস্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়্যারম্যান বৃন্দ,ইউপি চেয়্যারম্যান বৃন্দ, সর্বস্তরের সাধারন মানুষ সহ বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ননেতা কর্মীরা উপস্হিত থেকে সরকারের উন্নয়নের বিষয় বক্তব্য রাখেন।র্যালীতে সকল দপ্তরে কর্মকর্তা, কর্মচারী পৃথক পৃথক ব্যানারে, দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। এর পরে মেলায় সাধারন মানুষের সাথে মতবিনিময় করেন মাননীয় জনবান্ধব এমপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।