মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুক্রবার সকালে জাপানের মূল দ্বীপ হোক্কাইডোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৩। জাপানে ভূমিকম্পের প্রচন্ডতার সর্বোচ্চ মাত্রা হচ্ছে ৭। খবর চ্যানেল নিউজ এশিয়া।
খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত আনে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। কর্তৃপক্ষ জানায়, এক মহিলা আহত হয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্কবাণীতে জানায়, এ ভূমিকম্পের ফলে ভূমিধ্বস বা বাড়িঘর ভেঙ্গে পড়তে পারে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা জানায়, এর উৎপত্তিস্থল ছিলো হোক্কাইডোর দক্ষিণ উপকূলে। আর গভীরতা ছিলো ৪২ কিলোমিটার।
গত মাসে এই একই এলাকায় জাপানে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত এনেছিলো। এতে ভূমিধ্বস হয় ও অনেক মানুষ মারা যান। বিদ্যুৎহীন অবস্থায় অনেক সময় কাটান দ্বীপের ৫৩ লাখ মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।