Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইকে ফাঁসাতে নিজ ঘরে আগুন

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ীর সিমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে,বড় ভাইকে ফাসাতে নিজের ঘরে অগ্নিসংযোগ করেছে ছোট ভাই। এসময় ঘরের মালিক হবি মিয়া কে (৫৫) ও তার ছেলে রফিককে(৩৫) আটক করে পুলিশের নিকট সপোর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার সাগর ফেনা গ্রামের মৃত মোছন্দ আলীর বাড়ীতে। গ্রামবাসী সুত্রে জানা যায়, মৃত মোছন্দ আলীর মেজ ছেলে আব্দুর রব(৭০) ও ছোট ছেলে হবি মিয়া(৫৫)এর মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ীর সিমানা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জেরধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়, রব মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের স্ত্রী লাকী আক্তারকে মারধর করে গুরতর আহত করে,হবি মিয়ার ছেলে রফিক(৩৫)। এঘটনায় রব মিয়ার অপর ছেলে মো. মনু মিয়া বাদী হয়ে তিতাস থানায় নিয়মিত মামলা করে। মামলার এজাহার নামীয় ১নং আসামী রফিককে, পুলিশ বুধবার রাতে সাগরফেনা গ্রাম থেকে গ্রেফতার করে। এতে হবি মিয়া ক্ষিপ্ত হয়ে ওই রাতেই(বুধবার) আনুমানিক সাড়ে ১১টায় ঘরের মূল্যবান মালামাল তাদেরই বিল্ডিংয়ে নিয়ে হেফাজতে রেখে, রব মিয়ার পরিবারকে ফাসাতে,টিনের চৌচালা ঘরের চতুর দিকে কেরসিন ছিটিয়ে আগু লাগিয়ে দেয় হবি মিয়া। এসময় পাশের ঘরে থাকা তারই বড় ভাই অহেদ আলী (৯০) আগুনের তাপ পেয়ে ঘর থেকে বের হয়ে আগুন আগুন বলে চিৎকার দিয়ে বলতে থাকে হবি ঘরে আগুন লাগিয়েছে। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনা স্থলে এসে হবি মিয়াকে আটক করে এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে,কিন্তু তৎক্ষনে ঘরটি পুড়ে ছাই,শুধু ঘরইনা পাশের সিমনার মুন্ন্াফ মিয়ার বিশাল বড় একটি আম গাছও পুরে গেছে। গ্রেফতার কৃত হবি মিয়া ও তার ছেলে রফিককে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা কোর্টে প্রেরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ