পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রিটেইল ব্যাংকিং-এ অভিজ্ঞ ইমরোজ মাহমুদ সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে এনআরবিসি ব্যাংকে যোগদান করেছেন। ইমরোজ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কান্ট্রি প্রধান হিসেবে সিডিডি, রিটেইল ব্যাংকিং ও এসএমই খাতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ইমরোজ বলেন, ‘আমার প্রধান লক্ষ্য থাকবে স্থানীয় ব্যাংকিং খাতে রিটেইল ব্যাংকিংকে সম্প্রসারণ করা এবং এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে এনআরবিসি ব্যাংক হবে রিটেইল ব্যাংকিং এ দেশের শীর্ষস্থানীয় ব্যাংক।’ ইমরোজ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন এবং ১৯৯৮ সালে এইচএসবিসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০২ সাল থেকে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দীর্ঘ ১৬ বছর প্রোডাক্ট ম্যানেজমেন্ট, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, ওয়েলথ ম্যানেজমেন্ট, রিটেইল ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘এনআরবিসি ব্যাংক তার ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে মেধাবী ব্যাংকারদের অগ্রাধিকার দিচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।