বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরেণ্য সুফি সাধক সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩০তম ওরস উপলক্ষে ছয় দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল (বুধবার) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন। উপস্থিত ছিলেন ট্রাস্টের মিডিয়া এডভাইজার সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং মোহাম্মদ নূরুল মোস্তফা। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরস আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল (শুক্রবার) মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সকল শাখা কমিটির ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে কোরআন তেলাওয়াত ও মিলাদ, শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘তাসাওউফের আলোকে সামাজিক ন্যায় বিচার’ শীর্ষক সেমিনার, রোববার ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব-স্ব প্রতিষ্ঠানে জীবনী আলোচনা ও র্যালী, সোমবার ট্রাস্ট মিলনায়তনে ‘সবার জন্য শিক্ষা’ প্রকল্পের আওতায় অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে চেক প্রদান, বুধবার ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানায় ছাত্র-ছাত্রীদের একবেলা খাবার সরবরাহ, বৃহস্পতিবার ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।