পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৫তম ওরস গাউসিয়া হক মনজিলে স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে আখেরি মোনাজাত পরিচালনা করবেন হক মনজিলের সাজ্জাদানশীন আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন হওয়ায় এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি মোবারকবাদ জানানো হয়।
এদিকে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির শাখা সমূহের ৪র্থ বার্ষিক কেন্দ্রিয় সম্মেলন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ব্যবস্থাপনায় সোমবার অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের বিভিন্ন শাখার আটশ নির্বাচিত প্রতিনিধি অংশ নেন। কমিটির কেন্দ্রিয় সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, কাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সামশুল আলম, শেখ মুজিবুর রহমান বাবুল, ডাঃ সাইফুদ্দীন আহমেদ মাসুদ প্রমুখ। সম্মেলনের উদ্বোধনী পর্বে ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর বাণী পাঠ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।