Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১:২৮ পিএম

পাবনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আনুমানিক বয়স ৪০ বছর । এই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আজ বুধবার সকাল সোয়া ৭টায় পাবনা থেকে রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস ট্রেনটি টেবুনিয়া স্টেশনের অদূরে স্টেশন ছেড়ে যাওয়া পরপরই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি ট্রেনের নিচে পড়ে নিহত হন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ঈশ্বরদী জিআরপি থানার ওসি সুবির দত্ত এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন বলেছেন, সকালে এক ব্যক্তি রেল লাইনের উপর হাঁট ছিলেন । এই সময় পাবনা থেকে রাজশাহীগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় নিশ্চিত হতে চেষ্টা করা হচ্ছে । প্রসঙ্গত : পাবনা এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা পড়ে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ