পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টঙ্গীর বিসিক শিল্প এলাকায় গতকাল ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩ জন। গুরুতর আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতিতে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৮ জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় কারখানার দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ হোসেন দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা হলো - টঙ্গীর মিরাশপাড়া এলাকার আজিজুল ইসলাম (১৮) ও নেত্রকোণা জেলার নোয়াপাড়া গ্রামের শামসুল ইসলাম (২০)। এ ঘটনায় কারখানা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার কর্মচারিরা জানায়, সকাল সাড়ে ১১টায় কাজ করার সময় হঠাৎ কারখানার হিট চেম্বার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত হয়েছে ২৩ জন। আহতরা হলো- কারখানার শ্রমিক রিপন (১৭), কবির (২৫), লাল চাঁন (২৬), রনি (২৬), রিপন (১৮), আছিয়া (১৮), তানজিনা (২১) ও কাকলী (২১), সালমা (১৮), আতিকুল (২০), আক্তার (৪০), আকাশ (১৮), আলমগীর (২০), বাবু (১৮), রিমন (১৮), সাজ্জাদ (১৭), রাসেল (১৮), রাইজান খান (২৫), মোশারফ (১৮)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘কারখানার শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ভেতরে হিট চেম্বারে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত ও ২৩ জন আহত হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর দগ্ধ ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, এ ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধারে কাজ করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।