বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া সদরের পীরগাছা এ এফ উচ্চবালিকা বিদ্যালয়ে গত শনিবার অনুষ্ঠিত মা সমাবেশে উপস্থিত হিন্দু মহিলা ও ছাত্রীদের গরুর গোশত দিয়ে তৈরী বিরিয়ানি খাওয়ানোর গুজবের ঘটনায় গত রোববার পূজা উদযাপন পরিষদের এক নেতার নেতৃত্বে একদল হিন্দুর বিক্ষোভের প্রেক্ষিতে পুলিশ ওই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার ও গত সোমবার জেল হাজতে পাঠায়। এদিকে পীরগাছা এ এফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ওই স্কুলের ছাত্রী ও অভিভাবকদের মধ্যে জনপ্রিয় হওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়। মুখে মুখে ঘটনাটি ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।
গতকাল মঙ্গলবার ওই স্কুলের ছাত্রীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করে রাস্তায় মিছিল বের করে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুন্নান রিপু, বিদ্যালয় পৌছে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান এবং প্রধান শিক্ষক আব্দুল হান্নান নির্দোষ হলে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলে ছাত্রীরা পরীক্ষা ও ক্লাসে অংশগ্রহণ করে।
এই ঘটনার প্রেক্ষিতে ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন , মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও সংসদের বিরোধি দলের হুইপ নুরুল ইসলাম ওমর। এ ধরনের অনুষ্ঠানে হিন্দু মহিলা বা স্কুল ছাত্রীদের গরুর গোশতের বিরিয়ানি খাওয়ানোর কথা কি কেউ কল্পনাও করতে পারে?
একই স্কুলের দাতা সদস্য ছাড়াও কয়েকজন সচেতন অভিভাবক বলেন , জনপ্রিয় প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সাথে পূজা উদযাপন পরিষদের একজন নেতার ব্যক্তিগত বিরোধ রয়েছে। হয়তো তাকেই বেকায়দায় ফেলতে গরুর গোশতের বিরিয়ানির গুজব ছড়ানো হয়েছে। পুলিশও পরিস্থিতি শান্ত করতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবী করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।