Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুদকের কর্মচারী বরখাস্ত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

কর্মকর্তা পরিচয় দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণের অভিযোগে এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভ্যাট ফাঁকি দেয়ার কারণে মামলার ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের নিরাপত্তা শাখার কনস্টেবল মো. আসাদুজ্জামানকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে ।

দুদকের কর্মচারী আসাদুজ্জামান ওই প্রতিষ্ঠান থেকে তিন দফায় ১০ লাখের বেশি টাকা আদায় করেছেন বলে তাৎক্ষণিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন। কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করার কথা স্বীকার করে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেছেন, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়োন্দা নজরদারি চলছে। অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক দৃঢ় প্রতিজ্ঞ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ