নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় একযুগ পর ফেডারেশনের স্বীকৃতি পেল বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশন। গত ২৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে চাইনিজ মার্শাল আর্ট খেলা উশু’র যাত্রা শুরু হয় বাংলাদেশে। এরপর ২০০৭ সালে উশুর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে এনএসসি প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশন হিসেবে স্বীকৃতি দেয়। সেই চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরে পদক জিতেছে উশু। এর পরেই ফেডারেশনের মর্যাদা পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উশুর সঙ্গে সম্পৃক্ত সকল খেলোয়াড়, কোচ ও সংগঠকরা এনএসসি কাছে আবেদন জানান উশু অ্যাসোনিয়েশনকে ফেডারেশনের মর্যাদা দিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সভাপতি হিসেবে উশুর দায়িত্ব নেয়ার পর গতি ফিরে পায় এই খেলার সব কার্যক্রম। তার ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে অ্যাসোসিয়েশন থেকে ফেডারেশনে রূপান্তরিত করা হয় উশুকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।