Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীকে আহলে সুন্নাত ইমাম পরিষদের অভিনন্দন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

কওমি মাদরাসা সনদের স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবারকবাদ জানিয়েছেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল ইমাম পরিষদ। গত রোববার সন্ধ্যায় কুমিল্লা টাউনহলের মুক্তিযোদ্ধা কর্ণারে আয়োজিত এক সভায় সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, কওমি মাদরাসা সনদ চূড়ান্তভাবে পাশ করানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ মনোযোগ ছিল। এ স্বীকৃতির মধ্যদিয়ে কওমি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হবে। তারা ইসলামের কাজে আরো বেশি ভূমিকা রাখবে এবং কওমি অঙ্গনের নতুন প্রজন্ম দেশ ও জাতির কল্যাণে নিজেদের শ্রম মেধার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবে। সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মো. সোলাইমান, কান্দিরপাড় জামেমসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আবুল বাসার, মুফতি তাওহিদ, হাফেজ মাওলানা জামিল আহমেদ, মাওলানা সফিউল্লাহ, মাওলানা আখতার, মাওলানা শাহজালাল, হাজী সফিউল্লাহ পলিন, মাওলানা জামাল আ. কাদের, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা নোমান ও মাওলানা সরওয়ার আলম ভূঁইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ