Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহলে সুন্নাত ওয়াল জমাআ’তের সুন্নী সমাবেশ

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আহলে সুন্নাত ওয়াল জমাআ’তের উদ্যোগে হাটহাজারী পার্বত্য উচ্চ বিদ্যালয় ময়দানে সুন্নি সমাবেশে বক্তারা ধর্মের অপব্যাখ্যাকারী জঙ্গি সন্ত্রাসীদের প্রতিহত করার আহŸান জানিয়েছেন। বক্তারা বলেন, দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর সভাপতিত্বে গত শুক্রবার বাদে জুম্মা সুন্নি সমাবেশে বক্তারা আরও বলেন, মিলাদুন্নবী (সা.) পালন করা প্রতিটি মুসলমানদের নৈতিক দায়িত্ব। কেননা রাসূল (সা.)-এর আগমনের উসিলায় আমরা সবকিছু পেয়েছি। সুন্নি সমাবেশে উপস্থিত ছিলেন মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, অধ্যক্ষ সৈয়দ নুুরুল মনোয়ার, মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী, এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন ওবাইদুল হক নঈমী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন সৈয়দ আমিনুল হক আলকাদেরী, মঈনুদ্দিন আশরাফী, শফিকুল আলম নেজামী, মুফতি অছিউর রহমান, উপাধ্যক্ষ আবদুল অদুদ, মোহাদ্দেছ ইব্রাহিম আলকাদেরী প্রমুখ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহলে সুন্নাত ওয়াল জমাআ’তের সুন্নী সমাবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ