গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফরিদাবাদ এলাকার সামনের বুড়িগঙ্গায় রোববার রাতে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। তরুণীটির এখনও কোনো পরিচয় জানা যায়নি।
লাল গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরিহিত নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর হবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আশরাফুল আলম জানান, রাতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশটি পঁচে গলে যাওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের এ উপপরিদর্শক জানান।
তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। সূত্র: ইউএনবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।