নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভাসাভী স্কুল কাবাডির বালক বিভাগে মা মেমোরিয়াল মডে একাডেমি ও বালিকা বিভাগে মিরপুর গার্লস আইডিয়াল ইনষ্টিটিউট চ্যাম্পিয়ন হয়েছে। রোববার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনাল মা মেমোরিয়াল মডেলি একাডেমি ৪৪-৩৮ পয়েন্টে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা জেতে। অন্যদিকে বালিকা দলের ফাইনালে মিরপুর গার্লস আইডিয়াল ৪৮-৪৩ পয়েন্টে শেরেবাংলা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ডিআইজি (অ্যাডমিনিষ্ট্রেশন ও ডিসিপ্লিন) হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক এবং ভাসাভী ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইয়াছির আহমেদ খাঁন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।